Site icon Jamuna Television

অন্তিম যাত্রায় চাঁদে হেটে বেড়ানো ইয়াং

চাঁদের পিঠে হেটে বেড়িয়েছেন তিনি। তার মতো আর কেউ ৬ বার মহাকাশ অভিযানে যায়নি। সেই ইয়াং ৮৭ বছর বয়সে অন্তিম যাত্রা করলেন।

শনিবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়াংয়ের মৃত্যুর খবর জানায়। এক অফিসিয়াল টুইট বার্তায় নাসা জানিয়েছে, মহাকাশচারী ইয়ংকে হারিয়ে আমরা গভীর শোকাহত। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

নভোচারী হিসেবে তিনি ১৯৬২ সালে নাসায় যোগ দিয়েছিলেন। ১৯৬৫ সালে জেমিনি অভিযানে অংশ গ্রহণের মধ্য দিয়ে তার মহাকাশে পদচারণা শুরু হয়। ১৯৬৯ সালের মে মাসে পরীক্ষামূলক চন্দ্র অভিযানও তিনি অংশ নেন। তিনি প্রথম চাঁদের বুকে হেটে বেড়ান ১৯৭২ সালে।

বিমান প্রকৌশলে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ডিগ্রিধারী ইয়াং টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত নাসা’র মহাকাশ কেন্দ্র এলাকায় বসবাস করছিলেন।

Exit mobile version