Site icon Jamuna Television

অবসরে যাবেন নেদারল্যান্ডের রোবেন ভ্যান পারসি!

অবসর নিতে পারেন নেদারল্যান্ডের তারকা ফরোয়ার্ড রোবেন ভ্যান পারসি। করোনার প্রভাবে যখন স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন, তখন ক্যারিয়ারের ইতিটানার কথা ভাবছেন ৩৬ বছর বয়সী ভ্যান পারসি।

২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত ডাচদের জার্সিতে ১০২ ম্যাচে করেছেন ৫০ গোল। দেশের পাশাপাশি খেলেছেন আর্সেনাল, ম্যানচেস্টার উইনাইটেড ও ফেনারবাচের হয়ে।

২০১৮ সালে থেকে খেলছেন ফেন্যুডের হয়ে। এক যুগের আন্তর্জাতিক ফুটবলের ক্যারিয়ারের ইতি টানার পর এবার ছেদ পড়ার অপেক্ষায় দুই দশকের ক্লাব ফুটবলের ক্যারিয়ার।

Exit mobile version