Site icon Jamuna Television

লকডাউনে পুলিশের নতুন অস্ত্র ‘বেলা বোস’ গান

‘করোনা এবার দেশে ঢুকে গেছে, বেলা শুনছো?/ এখন আর কেউ আটকাতে পারবেনা/অ-দরকারে বাইরে না যাওয়াটা ভেবে দেখতে পারো/ মাকে বলে দাও কোথাও তুমি যাচ্ছো না..’ অঞ্জন দত্তের বিখ্যাত ‘বেলা বোস’ গানকে এভাবেই রূপান্তর করে গাইছেন কলকাতার পুলিশ। উদ্দেশ্য সচেতনতা তৈরি করা।

লকডাউন সফল করতে মাইক্রোফোন হাতে রাস্তায় দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে এমন গান গাইছেন পুলিশ সদস্যরা। আর অঞ্জন দত্তের গানের এমন প্যারোডি সংস্করণে আনন্দই পাচ্ছেন নগরীর বাসিন্দারা। তারাও হাত নেড়ে অভিনন্দন জানান পুলিশ সদস্যদের। বেলা বোসের সুরে প্রচার হওয়া গানের কথাগুলো লিখেছেন সার্জেন্ট দেবজিৎ।

গানে 2441139 এর বদলে হেল্প লাইন 2341234 ব্যবহার করা হচ্ছে, মানুষ সহজে মনেও রাখতে পারছে৷

গানের লিরিকে আরো লেখা হয়েছে, ‘হাঁচি, কাশি, জ্বর-সর্দি শ্বাসকষ্ট হলে, চলে যাও সোজা হসপিটালে/ হ্যালো ২৩৪-১২৬০০, ডাক্তাররা পারছে কী শুনতে?/ থাকো না একটু ঘরবন্দি হয়ে, মিটার যাচ্ছে বেড়ে ওই কোভিড আক্রমণে,/ সাবধান হতে বলছে সরকার।’

এদিকে গানের পাশাপাশি সালমান খান, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের ভিডিও দেখানো হচ্ছে বাসিন্দাদের। ভিডিওতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তারকারা। তবে গানটি শেয়ার করার ক্ষেত্রে হ্যাশট্যাগ দিয়ে অঞ্জন দত্তর নাম লিখে দেয়ার অনুরোধ জানানো হয়।

Exit mobile version