Site icon Jamuna Television

বরিশালে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ৬০ পরিবার কোয়ারেন্টাইনে

বরিশাল ব্যুরো:

জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার একটি গ্রামে। এ ঘটনায় আশেপাশের ৬০টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, শুক্রবার ভোররাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্লগ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক হাসান ফকিরের মৃত্যু হয়। তিনি আগে থেকেই যক্ষ্মা ও হাঁপানি রোগে ভুগছিলেন।

এ ঘটনায় গ্রামের বাসিন্দাদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই গ্রামবাসীদের শঙ্কামুক্ত রাখতে হাসান ফকিরের পরিবারসহ আশেপাশের ৬০টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এছাড়াও মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুপুরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান ইউএনও।

Exit mobile version