Site icon Jamuna Television

করোনাভাইরাস: চীনের উহানে নতুন করে চার জনের মৃত্যু

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে খ্যাত চীনের হুবেই প্রদেশের উহানে নতুন করে চার জন মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।

চীনের জাতীয় স্বাস্থ্য অধিদফতর জানায় দেশটিতে নতুন আরো ৩১জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। যারমধ্যে ২ জন স্থানীয়ভাবে সংক্রমিত।

বর্তমানে দেশটিতে ৮১ হাজার ৬২০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এবং ৩ হাজার ৩২২ জন মৃত্যুবরণ করেছেন।

চীনের স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, দেশটিতে নতুন করে ৬০ জন করোনা সংক্রমিত সন্দেহে চিহ্নিত হয়েছেন।

Exit mobile version