Site icon Jamuna Television

ঘরে থাকার বার্তা দিচ্ছে গুগল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছে গুগল। শুক্রবার করোনার সব তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। তাদের হোমপেজে গেলে এ ডুডল দেখা যাচ্ছে।

বাসায় থেকে কী করবেন, করোনা প্রতিরোধে কী ব্যবস্থা নিতে হবে, কীভাবে এই ভাইরাস সারা বিশ্বে প্রভাব ফেলছে তা ডুডলে তুলে ধরা হয়েছে।

গুগল তাদের ডুডলের ট্যাগলাইন দিয়েছে ‘স্টে হোম, সেভ লাইভস’। অর্থাৎ বাড়িতে থাকুন, জীবন বাঁচান। এ ডুডলে ক্লিক করলে করোনভাইরাস সংক্রান্ত সব তথ্য হাজির করছে গুগল।

গুগলের আজকের ডুডলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশগুলো মানতে বলা হচ্ছে। বাড়িতে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা ও অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল সেটিই ডুডল নামে পরিচিত।

Exit mobile version