Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে থেকে লাইভ বিড়ম্বনা; খালি গায়ে ঢুকে পড়লেন বাবা

করোনা মহামারির কারণে বিশ্বের সব দেশেই বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করেছে। এর বাহিরে পরেনি সংবাদমাধ্যমের কর্মীরাও। তবে এটি যেমন করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ‍সুবিধা তেমন বিড়ম্বনাও আছে নানা।

এবার এমনই এক বিড়ম্বনার সম্মুখীন হলেন যুক্তরাষ্ট্রের সানকোস্ট নিউজ নেটওয়ার্কের সাংবাদিক জেসিকা ল্যাং।

তিনি তার ফ্লোরিডায় নিজের বাড়ি থেকে রিপোর্টিং করার সময় হুট করেই নগ্ন শরীরের কাপড় চাপাতে চাপাতে ক্যামেরায় ঢুকে পরেন তার বাবা। তাৎক্ষণিক রিপোর্টিং বন্ধ করে বাবার উপর রাগ দেখাতে থাকেন এই নারী সাংবাদিক।

পরবর্তীতে জেসিকা নিজেই তাঁর টুইটার হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

Exit mobile version