Site icon Jamuna Television

ভারতে অটোরিকশা সার্ভিস চালু করছে উবার

ভারতে নতুন মাত্রা নিয়ে আসছে উবার। এখন থেকে অ্যাপসভিত্তিক এই সার্ভিস ব্যবহার করে চড়া যাবে অটোরিকশায়। শুরুতে ভারতের পুনে ও ব্যাঙ্গালুরুতে এই সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য এবারই প্রথম নয় এর আগেও ভারতে এই ব্যবস্থা চালু করেছিল উবার। কিন্তু, বছরদুয়েক আগে তা বন্ধ করে দেয়া হয়েছিল।

চলতি মাসের শেষের দিকে ভারতে আবার অটোরিকশার ক্ষেত্রে উবার চালু করবে। প্রথমে পুনে ও ব্যাঙ্গালোরে চালু হলেও ক্রমে অন্যান্য শহরেও বিস্তৃত হবে উবারের সেবা।

উবারে অটোরিকশা ব্যবহার করতে হলে, প্ল্যাটফর্মে বা নির্দিষ্ট স্থানের উল্লেখ করে “অটো” অপশনটিতে চাপ দিতে হবে। যাত্রীর জন্য প্রস্তুত হয়ে যাবে অটোরিকশা।

ভারতে উবারের প্রতিদ্বন্দ্বী দেশি কোম্পানি ওলা। ওলা ব্যবহার করে চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে অটোরিকশা ভাড়া করা যায়। ওলা বর্তমানে ৭৩টি শহরে এক লক্ষ বিশ হাজার অটো এই সার্ভিসের সাথে সংযুক্ত।

 

Exit mobile version