Site icon Jamuna Television

করোনায় একদিনে ফ্রান্সে ১ হাজার ১২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে ফ্রান্সে মারা গেছে ১ হাজার ১২০ জন। গত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়। গতকাল মারা গিয়েছিলো ১ হাজার ৩৫৫ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৫০৭ জন।

এদিকে এখন পর্যন্ত সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ৫৮ হাজার ১৪৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে ৭৩৩ জনসহ মোট মারা গেছে ৬ হাজার ৮০৩ জন। এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন, স্পেনে ৫৮৭ জন মারা গেছে।

Exit mobile version