Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে ১৩’শ, ফ্রান্সে ১২’শ মানুষের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছুঁইছুঁই।

একদিনের ব্যবধানে রেকর্ড কমপক্ষে ৬ হাজার মানুষ মারা গেলেন প্রাণঘাতি মহামারিতে। নতুনভাবে আক্রান্ত ৮৩ হাজারের কাছাকাছি। এদেরমধ্যে, শুধু যুক্তরাষ্ট্রেই গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ১৩শ’র বেশি মানুষ; নতুনভাবে আরও ৩২ হাজারের অধিক মার্কিনীর শরীরে মিলেছে করোনাভাইরাস।

এদিকে, ইউরোপের দেশ ফ্রান্সে একলাফে কয়েকগুণ বেড়েছে প্রাণহানি; একদিনে ১২শ’র বেশি মানুষ মারা গেলেন করোনায়।

এছাড়া, ইতালি ও স্পেনে গেলো কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে মৃত্যুহার। গেলো ২৪ ঘণ্টায় ১৬শ’র অধিক প্রাণহানি দেখলো দেশদুটি।

বিশ্বের ২০৫ দেশ-অঞ্চল ও জাহাজে মিলেছে করোনাভাইরাসের সংক্রমণ।

Exit mobile version