Site icon Jamuna Television

নির্দেশনা ভেঙে রংপুরের রাস্তায় মানুষ

সরকারি ছুটির দশম দিনে রংপুর মহানগরীতে সকাল থেকেই রাস্তায় নেমে আসে মানুষ। মনে হয় পরিস্থিতি যেন আগের মতোই স্বাভাবিক।

রিকশা-অটোরিকশা ভ্যানে সাইকেলে করে বেরিয়েছে রাস্তায়। মনে হয় নি যেন সরকারি কোনো নির্দেশনা আছে। এদিকে রাস্তায় বের হওয়া মানুষজনকে ঘরে ফেরাতে ব্যাপক কার্যক্রম চলছে সকাল থেকেই নগরীতে। সেনাবাহিনীর বিশেষ টিম নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাস্তায় নেমে আসা মানুষজনকে সতর্ক করছেন। নির্দেশনা না মানা দোকানপাট গুলোর সাটার নামিয়ে দিয়েছেন।

করেছেন জরিমানাও। এছাড়াও নগরীর প্রত্যেকটি মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে রিক্সা মোটর সাইকেল সার্চ এবং দুইজন কিংবা তিনজন দেখলেই তাদেরকে নামিয়ে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অন্যদিকে সকাল থেকেই সচেতনতামূলক মাইকিং করেছে সিটি কর্পোরেশন।

৬৬ পদাতিক ডিভিশন রংপুরের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম জানান, আমরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে লোকজনকে সামাজিক দূরত্বের বিষয়টি বোঝাচ্ছি এবং যে সমস্ত দোকানপাট খোলা আছে তাদেরকে বন্ধ করে দিতেছি যারা শুনছেন না তাদেরকে জরিমানা করছি। রাস্তায় যারা ২-৩ জান যানবাহনে চলাফেরা করছেন তাদেরকে নামিয়ে দিচ্ছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে।

Exit mobile version