Site icon Jamuna Television

আসছেন হাবিলদার অক্ষয় কুমার!

হাবিলদার অক্ষয় কুমার! না, সত্যি সত্যি পুলিশে চাকরি নেননি বলিউডের এই ড্যাশিং অভিনেতা। ‘কেশারী’ চলচ্চিত্রে হাবিলদার চরিত্রে দেখা যাবে ৫০ বছর বয়সী সুপারস্টারকে। ১৮৭৯ সালের সারাগ্রাহীর যুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক আনুরাগ সিং এবং প্রযোজক করন জোহর।

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে হাবিলদার ইশহার সিং’র ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কাপুর। ‘সিং ইজ কিং’র মতো এবারও পাঞ্জাবি দাড়ি এবং পাগড়ি পরিধান করলেও ‘কেশারী‘তে তার দেখা মিলবে একটু ভিন্ন রুপে। মুম্বাইয়ে আজ শ্যুটিংয়ের সময় টুইটারের প্রকাশিত একটি ছবিতে মিলেছে সে প্রমাণ।

মূলত ব্রিটিশ বিরোধী শিখদের সারাগ্রাহী আন্দোলনে ইশহার সিংয়ের কৃতিত্ব তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। নিখুঁতভাবে নির্মাণের জন্য জোর দেওয়া হচ্ছে অ্যাকশনের ওপর। হলিউডে নির্মিত ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ চলচ্চিত্রের স্ট্যান্ট কো-অর্ডিনেটর লওরেন্স উডওয়ার্ডকে এই চলচ্চিত্রের প্রশিক্ষক হিসেবে আনা হচ্ছে।

এর আগেও সারাগ্রাহী আন্দোলন নিয়ে বলিউডে দুইটি চলচ্চিত্র নির্মিত হয়েছে; অজয় দেবগানের ‘সন অফ সারদার’ এবং রানদীপ হুদার ‘দ্য ব্যাটেল অফ সারাগ্রাহী’।

আসছে হোলি উৎসবে এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার বিষয়ে আশবাদী প্রযোজক করন জোহন।

যমুনা অনলাইন: এএস/টিএফ

Exit mobile version