Site icon Jamuna Television

আগুন সন্ত্রাসীদের দেশবাসী সমর্থন করবে না: কাদের

নারকীয় কায়দায় যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, আগামী নির্বাচনে দেশবাসী তাদের সমর্থন করবে না। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আসল চেহারা জনগণের সামনে তুলে ধরতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

রোববার সকালে শিল্পকলা একাডেমিতে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের ভয়াবহতা বিষয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে এক আলোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। অভিযোগ করেন- সুইডেনে বসে বিএনপি নেতা নাহিদ বাংলাদেশ জুড়ে কিলিং মিশন ও গুমের নাটক সাজাচ্ছে।

তিনি বলেন, এই সাম্প্রদায়িক বর্বরদের দেশবাসী কখনো সমর্থন করেনি। আগামী নির্বাচনে তারা আবারও পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version