Site icon Jamuna Television

বগুড়ায় সেনা সদস্যরা সরে গেলেই বাড়ছে জনসমাগম

বগুড়া ব্যুরো:

বগুড়ায় মানুষের চলাচল কমাতে আর সামাজিক দূরত্ব নিশ্চিতে শনিবার অভিযান চালিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এসময় বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় ৯ জনকে অর্থদণ্ড দেন আদালত।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সকাল থেকেই বগুড়ায় তৎপরতা দেখা যায় সেনা সদস্যদের। শহরের বড়গোলা মোড়, রাজাবাজার ও কাঁঠালতলা এলাকায় জনসাধারণের ভিড় কমাতে কাজ করেন সেনাসদস্যরা।

এসময় বিনাপ্রয়োজনে জটলা করে থাকা মানুষ ও যানবাহন সরিয়ে দেন তারা। এতে এসব এলাকা কিছু সময়ের জন্য খানিক জনশূণ্য হলেও সেনাসদস্যরা অন্যত্র চলে যাবার পর আবারও জনসমাগম বাড়তে থাকে এসব বাজার এলাকায়।

এদিকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাজারে সেনাসদস্যদের তৎপরতাও ছিলো অন্যান্য দিনের চেয়ে বেশি। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মাটিডালি, মানিকচক, সাবগ্রামসহ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় চালানো হয় এই অভিযান। একইসাথে বিভিন্ন বাজারে চালানো হয় সতর্কতামূলক প্রচারণা।

Exit mobile version