Site icon Jamuna Television

গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দেশজুড়ে চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাছের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে বৈশ্বিক মহামারী করোনার কারণে সাধারণ ছুটির মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব বাড়তে থাকায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

Exit mobile version