Site icon Jamuna Television

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেফতার!

ইরান জুড়ে চলমান বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে।

টাইমস অব ইসরাইল এবং সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় রোববার এ সংবাদ প্রকাশ করে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি।

আল-কুদস আল-আরাবি নামের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, আহমেদিনেজাদ বুশেহর শহরে বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্যে বিক্ষোভে উস্কানি দেওয়া হয়েছে এমন অভিযোগে তাকে শিরাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।

আহমেদিনেজাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version