Site icon Jamuna Television

শবে বরাতে ঘরে ইবাদত করার আহ্বান সিলেট সিটি মেয়রের

করোনা পরিস্থিতিতে আসন্ন শবে বরাতে নিজ নিজ ঘরে বসে ইবাদত বন্দেগি ও জিয়ারত করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার দুপুরে নগর ভবনে তিনি এ কথা বলেন।

জমায়েত বা লোক সমাগম করে মিলাদ মাহফিল না করার আহ্বান জানিয়ে মেয়র এসময় আরও বলেন, নবীজি বলেছেন দুর্যোগের সময় যার যার ঘরে বসে ইবাদত পালন করার কথা। তাই, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে স্রষ্টাকে স্মরণ করাই উত্তম।

মেয়র নগরবাসীকে ঘর থেকে জিয়ারত করার আহ্বান জানান। আর যারা শবে বরাতে শিরনি বিতরণ করতে ইচ্ছুক তাদেরকে জনসমাগম না করে নিজ নিজ এলাকার প্রতিবেশী দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার আহ্বান জানান। এমনকি সিটি কর্পোরেশন বা অন্য কোনো ফান্ডেও সেই সাহায্য প্রদানের প্রয়োজন নেই বলেও জানান সিটি মেয়র।

Exit mobile version