Site icon Jamuna Television

আইসোলেশন সেন্টার হচ্ছে দেশের বড় জাহাজগুলো

করোনা পরিস্থিতিতে বড় বড় জাহাজগুলোকে আইসোলেশন সেন্টার করার অনুরোধ করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দুপুরে নৌ মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জাহার মালিকদের এই অনুরোধ জানান। তারাও এই প্রতিমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। এতে উপকূলের মানুষ করোনা পরিস্থিতিতে সুবিধা পাবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ মালিক ও শ্রমিকদের ক্ষতির বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। পরে, কিছু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নৌ প্রতিমন্ত্রী।

Exit mobile version