Site icon Jamuna Television

চিত্রনায়ক জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বলেন, জাভেদ ভাই গুরুতর অসুস্থ। আমি ও মিশা সওদাগর ভাই তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এসেছি। আমাদের সঙ্গে জাভেদ ভাইয়ের স্ত্রীও রয়েছেন।

এসময় জাভেদের জন্য দোয়া চান জায়েদ খান। তিনি আরও বলেন, অনেক আগে থেকেই মূত্রনালীর সমস্যায় ভুগছেন জাভেদ ভাই। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি তার।

উল্লেখ্য, ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তার। এক পর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ।

উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে ১৯৬৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি। এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসাবে সুখ্যাতি রয়েছে তার।

Exit mobile version