Site icon Jamuna Television

ফেনী নদীর নো ম্যান্স ল্যাণ্ডে ৩ দিন ধরে আটকা মানসিক ভারসাম্যহীন নারী

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সীমান্তের ফেনী নদীর নো-ম্যান্স ল্যাণ্ডে ৩দিন ধরে আটকা পড়ে আছে মানসিক ভারসাম্যহীন এক নারী। দু’দেশের কোন বাহিনী প্রবেশ করতে না দেয়ায় নদীর মাঝপথে জেগে উঠা বালুচরে শুয়ে বসে দিন রাত পার করছেন ঐ নারী।

বাংলাদেশের রামগড় সীমান্তের স্থানীয় ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পক্ষ থেকে জানানো হয়, বৃস্পতিবার দুপুরে রামগড়ের এসডিও বাংলো এলাকা দিয়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড অতিক্রম করে ভারতীয় এক নারী বাংলাদেশে প্রবেশ করছিল। তখনি বিজিবি সদস্যরা তাকে প্রবেশে বাঁধা দিয়ে ভারতে চলে যেতে বললে ওই নারী নদীতে নেমে যায়।

এদিকে সীমান্তের ওপারে বিএসএফও তাকে উঠতে না দেয়ায় গত ৩দিন ধরে মানসিক ভারসাম্যহীন এ নারী সীমান্তের নো-ম্যান্স ল্যাণ্ডে আটকা পড়ে আছে।

বর্তমানে ফেনী নদীর বালুর চরে থাকা-খাওয়া ও নিদ্রা যেতে হচ্ছে ভারসাম্যহীন ওই নারীকে। তবে ভারত মহিলাটির কোন খোঁজ খবর না রাখলেও মানবিক দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ। নদীর মাঝখানে অনাহারে থাকা মহিলাটির খাবার পৌঁছে দিচ্ছেন বিজিবির সদস্যরা।

বিজিবি’র পক্ষ থেকে বলা হয়, উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সময়ে এর একটা সমাধান হবে।

Exit mobile version