Site icon Jamuna Television

নিউইয়র্কেই প্রাণহানির সংখ্যা ৩ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে শুধু নিউইয়র্কেই প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। আক্রান্ত এক লাখের বেশি। হটস্পটগুলোয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশনায় সই করেছেন গর্ভনর।

এদিকে, দেশটিতে করোনা আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৩ জনে। শুক্রবারও নারীসহ নতুনভাবে ৬ জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছেন কর্মরত প্রবাসী সংবাদকর্মীরাও।

হঠাৎ করেই নিউইয়র্কের ফিউনারেল হোমগুলোয় বেড়ে গেছে ব্যস্ততা। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে লাশের সারি। আসছে করোনা আক্রান্তদের মৃত্যু সংবাদ। সেই তালিকায় বাদ পড়েননি প্রবাসী বাংলাদেশিরাও।

শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৬০ জনের বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। যাদের ৫৮ জনই ছিলেন নিউইয়র্কের বাসিন্দা। এদের একজন চিত্র সাংবাদিক স্বপন হাই। তার মৃত্যর পরও, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রবাসী সাংবাদিকরা। তবে দ্রুতই অচলাবস্থা কাটবে বলে প্রত্যাশা সকলের।

Exit mobile version