Site icon Jamuna Television

করোনা নিয়ে এবার গাইলেন ছোটপর্দার জামিল

করোনা মোকাবেলায় মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন তারকারা। সেই ধারায় মিলা, আসিফ আকবর ও মমতাজের পরে এবার সুর মেলালেন ছোটপর্দার কমেডি অভিনেতা জামিল হোসেন।

‘মীরাক্কেল’ খ্যাত জামিল ‘ওরে করোনা থেকে বাঁচতে চান’ শিরোনামের গানটি গেয়ে বেশ সাড়া ফেলেছেন। গানটি রচনা করেছেন কলকাতার কৃষ্ণেন্দ্রু চ্যাটার্জি। সুর ও কণ্ঠ দিয়েছেন জামিল নিজেই।

গানের বিষয়ে জামিল জানান, ‘আমার গুরু ড. কৃষ্ণেন্দ্রু চ্যাটার্জিকে বললাম, দাদা চলেন একটা করোনা সং করি। তারপর দাদা এ গান লিখে পাঠান। মীরাক্কেলে থাকতে চান শিরোনামের গানটি মীরাক্কেলে থাকাবস্থায় বানিয়েছিলাম। এই গানের ফরম্যাটে করোনা নিয়ে গানটিও তৈরি করেছি। এটা করোনা বাউলিয়ানা সং বলতে পারেন। আশা করি, আপনাদের ভালো লাগবে।’

Exit mobile version