Site icon Jamuna Television

বাড়ির পাশে গলির মুখে মিললো ৭ বছরের শিশুর মরদেহ

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরের খান্দার এলাকা থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে খান্দার চারতলা মোড় এলাকার একটি গলি থেকে লুনা নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খান্দার এলাকার বাসিন্দা ফজলুর রহমানের শিশুকন্যা লুনাকে বিকেল থেকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

কিন্তু কোনোভাবেই তার খোঁজ মেলেনি। রাতে স্থানীয়রা বাড়ির পাশের গলিতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Exit mobile version