Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হলেন বার্সেলোনার সহসভাপতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সহসভাপতি জোর্ডি কার্ডোনের। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো শনিবার খবরটি জানিয়েছে।

তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিনজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। কার্ডোনের অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে জানানো হয়েছে।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখের বেশি মানুষ। মৃত্যুর খবর পাওয়া গেছে ৬৩ হাজারের বেশি মানুষের। স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ১১ হাজারের বেশি মানুষ।

Exit mobile version