Site icon Jamuna Television

মাঠে ফিরতে চান অজি কোচ, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার পক্ষে মত

দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। কোভিড ১৯ এর প্রভাবে অন্য সব কিছুর মতই থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন।

করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচটি খেলেছিল দর্শকশূন্য স্টেডিয়ামে গত ১৩ মার্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পর তিন ম্যাচের সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হয় অজিদের। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও মাঠে ফিরতে চান অজি কোচ।

বিবিসি রেডিওতে এক সাক্ষাৎকারে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট ফেরার পক্ষে মত দিলেন অস্ট্রেলিয়ার কোচ। আগামী জুনে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

এর আগে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট ফেরানোর সমর্থন দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক এউইন মর্গ্যান।

Exit mobile version