Site icon Jamuna Television

অর্থনৈতিক কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, ১০টায় সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেলগুলো এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

এর আগে, গত ২৫ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের মতো বাংলাদেশও থমকে গেছে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস-আদালতের পাশাপাশি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও।

Exit mobile version