Site icon Jamuna Television

আলো নিভিয়ে করোনার বিরুদ্ধে ‘মহাশক্তি’কে জাগ্রত করতে বললেন মোদী

ভারতে আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে ‘মহাশক্তি’কে জাগ্রত করতে বলেছেন তিনি। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

মোদী জানান, আলো নিভিয়ে দেশবাসী হাজির হবেন বারান্দা বা ছাদে। সেখান থেকে জ্বালাবেন মোমবাতি। মোমবাতি না থাকলে মোবাইলের টর্চও জ্বালাতে পারেন। এটা চলবে ঠিক ৯ মিনিট। এই ৯ মিনিট গোটা দেশ অন্ধকারেই থাকবে। আলো বলতে থাকবে কেবল মোমবাতি বা টর্চের আলো। অথবা পিদিমের আলো। এভাবেই সকলে একত্র হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেবেন তারা।

এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন দেশের দরিদ্র শ্রেণির মানুষজন। তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান মোদী।

এদিকে অনেকে জানতে চান, শুধু আলোই নিভিয়ে রাখবেন নাকি অন্যান্য ইলেক্ট্রনিক্স যন্ত্রও (ফ্রিজ, টিভি) বন্ধ রাখবেন। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ রাখাই ভালো। কারণ হঠাৎ ভোল্টেজের উঠানামায় ক্ষতি হতে পারে যন্ত্রের। কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, বন্ধ রাখার দরকার নাই। শুধু আলো নিভিয়ে রাখলেই হবে। দেশের গ্রিড ব্যবস্থা শক্তিশালী।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ছয়শ। এখন পর্যন্ত মারা গেছে ৮৬ জন।

Exit mobile version