Site icon Jamuna Television

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে জনসমাগম ও গণ পরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। তবে অ্যাম্বুলেন্স পার করানোর জন্য দুই ঘাটে দুইটি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

তথ্যটি নিশ্চিত করে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে হঠাৎ করে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছে ছোট গাড়ির চালকরা। সকালে ঘাট এলাকাতে এসে ফেরি না চলায় তারা সড়কের পাশেই অবস্থান করছেন।

Exit mobile version