Site icon Jamuna Television

গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজন আইসোলেশনে ভর্তি

স্টাফ রিপোর্টার:

করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৩৫) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তি ভর্তি হন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রাতে করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি ভর্তি হবার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ১৮ জনের নমুনা সংগ্রহ করে তারা আইইডিসিআর-এ পাঠিয়েছেন। এখন পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট তারা হাতে পাননি।

এদিকে, ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ জীবনে ফিরেছেন ৫৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১৮১ জন প্রবাসী এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।

Exit mobile version