Site icon Jamuna Television

এলাকাভিত্তিক কমিউনিটি সংক্রমণ হচ্ছে: আইইডিসিআর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কার্যত অচল সারাবিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। দফায় দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি।

আজ করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৮ জন।

আইইডিসিআর আরো জানিয়েছে, এলাকাভিত্তিক কমিউনিটি সংক্রমণ হচ্ছে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানায় তারা। বিনা প্রয়োজনে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কাউকে ত্রাণ দিতে চাইলে তার বাড়ি গিয়ে দিয়ে আসুন। বাইরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Exit mobile version