Site icon Jamuna Television

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরে এসেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তার মেয়াদ বাড়ানো হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, এছাড়াও প্রবাসীদের মধ্যে যারা দেশে ফেরত আসবে তাদের যাচাই করে আনা হবে। বিদেশে অনেক দূতাবাসে বাংলাদেশি অভিবাসীদের জন্য চিকিৎসা ও অন্যান্য খরচে বড় ফান্ড পাঠানো হবে।

এসময়; পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, প্রবাসীরা আমাদের সম্পদ, বাস্তবতার নিরিখে তাদের ফিরিয়ে আনা হবে।

Exit mobile version