Site icon Jamuna Television

রাজধানীতে বাসাবো আর মিরপুর বেশি করোনা ঝুঁকিপূর্ণ: আইইডিসিআর

ঢাকাতে যারা করোনা আক্রান্ত হয়েছে তারা ক্লাস্টারের অংশ হিসেবে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় বাসাবো এলাকায় ৯ জন ও টোলারবাগে ৬ জন আক্রান্ত হয়েছেন। আর বৃহত্তর মিরপুরে আরও ৫ জনসহ মোট ১১ জন মিরপুর অঞ্চলে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনলাইন প্রেস ব্রিফিং-এ এমন তথ্য দেন আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, আমরা সেখানে (বাসাবো ও মিরপুর) শুধুমাত্র রোগী নয় বরং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও চিহ্নিত করে পরীক্ষা করা শুরু করেছি। এছাড়াও এইসব এলাকাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যে কোন ধরণের জনসমাগম এড়িয়ে চলতে হবে না হলে এটি আর ক্লাস্টার ভিত্তিতে থাকবেনা বরং আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

Exit mobile version