Site icon Jamuna Television

৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেসিআই ঢাকা ইস্ট

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। বাংলাদেশও আছে সংক্রমণের ঝুঁকিতে। ঝুঁকি এড়াতে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। নিম্নবিত্ত পরিবারের মানুষের বিপদটা যেন একটু বেশি এ পরিস্থিতিতে মানবিক জায়গা থেকে নিম্নবিত্তের সহায়তায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

শনিবার ঢাকার নিম্নবিত্ত পরিবারের মধ্যে ১ সপ্তাহের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা ইস্ট শাখা।

‘চিয়ার্স ফর হিউম্যানিটি’- উদ্যোগের আওতায় রাজধানীর বাউনিয়াবাধ, গুদারাঘাট, রূপনগরসহ বিভিন্ন এলাকার ৩৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

জেসিআই ঢাকা ইস্ট থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় জেসিআই’র স্বেচ্ছাসেবকরা নিম্নআয়ের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার তৎপরতা অব্যাহত রাখবে।

/বিজ্ঞপ্তি

Exit mobile version