Site icon Jamuna Television

মৌলভীবাজারে জ্বর-কাশিতে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

তিনি জানান, ঢাকা থেকে টেলিফোনে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজেটিভ শনাক্ত হলো।

মারা যাওয়া ব্যক্তি শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি দোকানী ছিলেন। কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনও প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।

মৃত্যুর পরই পরিবারের সদস্য এবং সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেটি এখন আরও জোরদার করা হয়েছে।

Exit mobile version