Site icon Jamuna Television

বার্সেলোনার জার্সিতে কুটিনহো

আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার জার্সিতে দেখা মিলেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপো কুটিনহোকে। ক্লাবের পক্ষ থেকেই সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হয়ে ক্লাবের সবচেয়ে দামী এই ফুটবলারকে।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগের দিনই জানা যায়, ১৪ কোটি ২০ লাখ পাউন্ড বা এক হাজার ছ’শো কোটি টাকায়, লিভারপুল রাজি হয়েছে কুটিনহোকে ছাড়তে। ছুটি কাটাতে পুরো অলরেড শিবির যখন দুবাইয়ে যায়, তখন এই ব্রাজিলিয়ান এসে হাজির হন স্পেনে। চলতি মৌসুমের বাকি সময়সহ আগামী ৫ মৌসুমের চুক্তি করেছে বার্সা। মাঝমাঠে কুটিনহোর সঙ্গী হিসেবে পাবেন আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বাসকুয়েটস, ইভান রাকিটিচ ও পাওলিনহোকে। অলরেড জার্সি গায়ে ১৫২ ম্যাচে ৪১ গোল করেছেন এই প্লেমেকার। ২০১৩ সালে মাত্র সাড়ে ৮ মিলিয়ন পাউন্ড বা ৯৫ কোটি টাকায় অলরেডদের সাথে সম্পর্ক গড়েছিলেন কুটিনহো।

Exit mobile version