Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে। আক্রান্ত ২য় ব্যক্তি চট্টগ্রামে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ছেলে।

রোববার সন্ধ্যায় ট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, নতুন করে আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাসাতেই চিকিৎসা দেয়া হবে।

রোববার ২৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয় বিআইটিআইডিতে।

উল্লেখ্য, চট্টগ্রামে গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের চারজন সদস্যের করোনা পরীক্ষা করা হয় তাতে তার ছেলের করোনা পজেটিভ শনাক্ত হয় আর বাকি তিন সদস্যের করোনা নেগেটিভ শনাক্ত হয়।

Exit mobile version