Site icon Jamuna Television

ইনিংস হার দিয়ে অ্যাশেজ শেষ হলো ইংল্যান্ডের

সিডনি টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩০৩ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ৪-০ তে সিরিজ জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনির প্রখর খরতাপে অসুস্থ হয়ে পড়েন ইংলিশ অধিনায়ক জো রুট। ৫৮ রান করার পর শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছাড়েন তিনি। এই অধিনায়ক ছাড়া অজি পেস অ্যাটাকের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি আর কোন ইংলিশ ব্যাটসম্যানই। দিনের ৫ উইকেটের মধ্যে তিনটিই যায় প্যাট কামিন্সের দখলে। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৪৬ রান, আর অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছিল ৭ উইকেটে ৬৪৯ রানে। ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা প্যাট কামিন্স আর সিরিজ সেরা হয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

Exit mobile version