Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা হবু স্ত্রীও

বরিস জনসন ও তার বাগদত্তা ক্যরি সিমন্ডস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটার বার্তায় রোববার এ তথ্য নিশ্চিত করেছেন জনসনের হবু স্ত্রী কেরি সাইমন্ডস।

বরিস জনসনে এর ঠিক এক সপ্তাহ আগেই এ ভাইরাসে আক্রান্ত হন। কেরি সাইমন্ডস বলেন, এক সপ্তাহ ধরে আমি করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়ে বিছানায় আছি। বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন।

মাসখানেক আগেই জনসন মাত্র ঘোষণা দিয়েছিলেন, খুব শিগগির অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এখন সবকিছু ভণ্ডুল হয়ে গেলো। খবর- দ্যা গার্ডিয়ান।

Exit mobile version