Site icon Jamuna Television

নওগাঁয় ৮ কোটি টাকা মূল্যের বেল মেটাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ

নওগাঁর পত্নীতলায় প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করেছে র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য যানা যায়।

জানা গেছে, রোববার দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিহর চেীধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেল (২৫) নিকট হতে ১৮ শতকের ১টি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৮ কোটি টাকা।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ও নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুল কাছে হস্তান্তর করা হয়।#

Exit mobile version