Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ৮ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন; এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে।

এদেরমধ্যে, একজন নারী এবং ত্রিশোর্ধ্ব এক যুবক রয়েছেন। সবমিলিয়ে, শুধু নিউইয়র্কেই প্রাণ হারালেন ৬৭ বাংলাদেশি। এদের প্রায় সবাই ব্রুকলিন বা লং আইল্যান্ডের বাসিন্দা। বাকি রাজ্যগুলোয় আরও ১০ জনের প্রাণহানির খবর দিয়েছে বাংলাদেশ সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় চলছে জানাজা ও দাফন।

এ পরিস্থিতিতে, আক্রান্তদের চিকিৎসা দেয়ার পাশাপাশি মনোবল বাড়াচ্ছেন সত্যিকারের সুপারহিরো, বাংলাদেশি চিকিৎসকরা।

Exit mobile version