Site icon Jamuna Television

রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে পুরো পরিবার, ২ জনের নমুনা সংগ্রহ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ঝুলিক্কা পাড়া এলাকার একটি পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। রোববার রাত ১১ টায় ঐ বাসাকে হোম কোয়ারেন্টাইন করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ।

তিনি জানান, রাঙামাটিতে ফেরত আসা ওই ব্যক্তি চট্টগ্রামের দামপাড়ায় করোনাভাইরাস পজেটিভ লকডাউন কৃত এলাকায় একটি দোকানে চাকরি করতো। সে বাড়িতে আসার খবর পেয়ে তার পরিবারকে হোম কোয়ারেন্টাইন করেছে রাঙামাটি জেলা প্রাশাসন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসে উত্তম কুমার দাশ জানান, রাতে খবর পেয়ে প্রথমে তার বাসায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়।

এদিকে রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার থেকে প্রতিটি জেলা থেকে যে রক্তের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে, তারই আলোকে আমরা ২ জনের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। যে দুজনের রক্ত পাঠানো হয়েছে তারা সর্দি, কাশি ও জ্বর নিয়ে নিজ বাসায় অবস্থান করছেন, স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের রক্তের স্যাম্পল নিয়ে আসে।

Exit mobile version