Site icon Jamuna Television

নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নড়াইলের গোপালপুরে ইটভাটার ট্রাকের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে জাবের গাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মূত্যু হয়েছে। এসময় আহত হয় আরও ১ জন।

সোমবার সকালে নড়াইলের গোপালপুর কুমড়ি সড়কে এ হতাহতের ঘটনা ঘটে। জাবের গাজী কালিয়া থানার চানপুর গ্রামের জাহিদ গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল সদর থানার গোপালপুর গ্রামের সাবু মেম্বারের ভাগ্নে জাবের গাজী তার মামা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোপালপুর বাজারে যাওয়ার পথে বগুড়া এলাকায় ইটভাটার ট্রাকের সাথে মুখোমখি সংর্ঘষ হলে জাবের গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেন বলেন, ট্রাকের চালক পলাতক। চালক ও ঘাতক ট্রাকটিকে পুলিশ আটকের চেষ্টা করছে।

Exit mobile version