Site icon Jamuna Television

পটুয়াখালীতে বজ্রপাতে চারজন নিহত

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

বজ্রপা‌তে পটুয়াখালী জেলায় ‌শিশুসহ মোট চারজন মারা গে‌ছে। সদর উপ‌জেলার খ‌লিসাখালীতে রিক্সা চালক জাহা‌ঙ্গির তালুকদার ও মির্জাগঞ্জ উপ‌জেলার বা‌জিতা গ্রা‌মে কৃষক হা‌বিব হাওলাদার এবং গলা‌চিপার বকুলবা‌ড়িয়ায় মাদ্রাসা ছাত্র জোবা‌য়ের ও একই উপ‌জেলার চরআগ‌স্তি গ্রা‌মের শিশু তান‌জিলা নিহত হ‌য়ে‌ছেন।

গতকাল রবিবার দুপু‌র থে‌কে বিকা‌লে এ ঘটনা ঘ‌টে। এছাড়া বজ্রপা‌তে ‌মির্জাগ‌ঞ্জের হা‌বিব ম‌ল্লি‌কের ছে‌লে তা‌রেক হাওলাদারও আহত হ‌য়ে‌ছেন।

জানা যায়, বেলা দুইটার দি‌কে ঝ‌ড়ো হাওয়ার সা‌থে বজ্রবৃ‌স্টি হয়। এ‌তে ওই চারজন মারা যায়। ঘটনার সময় খলিসাখালীর রিক্সা চালক বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন। এসময় হঠাৎ বজ্রপা‌তে তার মৃত্যু হয়। মির্জগঞ্জ উপজেলার বাজিতা ২য় খণ্ড এলাকায় বজ্রপা‌তে হাবিব না‌মের একজ‌নের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য় খন্ড গ্রামের মৃত হাতেম হাওলাদারের ছেলে।

বকুলবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের ছোন‌খোলা গ্রা‌মে বজ্রপা‌তে নিহত হন মাদ্রাসার কা‌মিল শ্রেণির ছাত্র জোবা‌য়ের ইসলাম। মা‌ঠে গরু আনতে গি‌য়ে তার মৃত্যু হয়। বিকা‌লে চরআগ‌স্তি গ্রা‌মের তান‌জিলা না‌মের ১২বছ‌রের এক শিশু বজ্রপা‌তে মারা গে‌ছে। মৃত তান‌জিলা ওই গ্রা‌মের আনসার উ‌দ্দি‌নের মে‌য়ে। ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গলা‌চিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি মোঃ ম‌নির হো‌সেন।

Exit mobile version