Site icon Jamuna Television

ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী নারায়ণগঞ্জে

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা ১২৩ জন। এই পরিসংখ্যানে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ঢাকাতে মোট ৬৪ জন করোনা রোগী রয়েছে। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে শনাক্তকৃত ১২ জনসহ মোট শনাক্ত হয়েছে ২৩ জন।

দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ৩ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২।

এরআগে সকালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। নতুন করে ২৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়ে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হোননি।

আজকের ৩৫ জন শনাক্তের মধ্যে ৪১-৫০ বছরের মধ্যে রয়েছে ১১ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৬ জন। ৩৫ জনের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।

Exit mobile version