Site icon Jamuna Television

১৫ জেলায় ছড়িয়েছে করোনা, কোন জেলায় কত?

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ ও মৃত্যুর সংখ্যা ১২। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

দেশের ১৫ জেলায় মোট আক্রান্ত ১২৩ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ঢাকা মহানগরীতে শনাক্ত হয়েছে ৬৪ জন। নারায়ণগঞ্জ ২৩ জন, মাদারীপুরে ১১ জন, গাইবান্ধায় ৫ জন, ঢাকা জেলায় ৪ জন (মহানগরীর বাইরে), জামালপুর ৩
চট্টগ্রামে ২ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া গাজীপুরে, মৌলভীবাজার,নরসিংদী
রংপুর, শরীয়তপুর, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও কক্সবাজারে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হোননি। আজকের ৩৫ জন শনাক্তের মধ্যে ৪১-৫০ বছরের মধ্যে রয়েছে ১১ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৬ জন। ৩৫ জনের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।

Exit mobile version