Site icon Jamuna Television

রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা

মন্ত্রিসভা কর্তৃক ১৪৪১ হিজরি সালের পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি আধা-সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি ঘোষণা করেছে সরকার।

রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার অফিস হবে সকাল ৯টা থেকে দুপুর ৩.৩০টা পর্যন্ত। এছাড়া এই সময়ের মধ্যে দুপুর ১.১৫ থেকে ১.৩০ পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অপরদিকে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের সার্ভিস অতিজরুরি তারা নিজস্ব বিধি-বিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

Exit mobile version