Site icon Jamuna Television

করোনায় প্রাণ হারালেন আমেরিকান ফুটবলার

করোনায় এবার প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের সাবেক এনএফএল তারকা টম ডেম্পস। সোমবার ৭৩ বছর বয়সী এই ফুটবলার না ফেরার দেশে পাড়ি জমান। খবর সিএনএন’র।

আমেরিকান ফুটবল বা সুপার বোল যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় এক খেলা। ডেম্পসে ছিলেন আমেরিকার ফুটবলের কিংবদন্তি কিকার। ১৯৭০ সালে নিউ অরল্যান্স সেইন্টের হয়ে ৬৩ গজ দূর থেকে গোল করে রেকর্ড ভাঙেন তিনি।

ডেম্পসের করোনাভাইরাস ধরা পড়ে ২৫ মার্চ। তিনি আগে থেকেই আলঝেইমার এবং ডেমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। কিংবদন্তি এই খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হবার পর থেকে পুরো পরিবার কোয়ারেন্টাইনে আছে।

Exit mobile version