Site icon Jamuna Television

জয়পুরহাটে ৩ হাজার কেজি সরকারি চালসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালী বাজার থেকে পাচারের সময় রবিবার রাতে ৩০ কেজি ওজনের ১০২ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের ভাতকুড়ি গ্রামের আফতাব হোসেনের ছেলে নাছিম মন্ডল (৩৩) ও রায়নগর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।

পুলিশ জানায়, আটককৃতরা রবিবার রাতে ওই চালের বস্তাগুলো উপজেলার রায়কালী বাজার থেকে পাচার করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এদিকে, জব্দকৃত চালগুলি সরকারি হলেও এগুলো ওএমএস অথবা ভিজিএফ এর কি না তা যাচাই করা হচ্ছে।

Exit mobile version