Site icon Jamuna Television

কলকাতায় আটকে পড়া আরও ৪৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

স্টাফ রিপোর্টার, যশোর:
লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৪ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন বাংলাদেশে।

বেনাপোলে নতুন করে আজ প্রাতিষ্ঠনিক কোয়ারাইনটিনের উদ্বোধন করা হয়েছে। গত ৪ দিনে এ পর্যন্ত ১৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষোয় রয়েছে। তবে শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন।

আজ সোমবার দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, সাথে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

Exit mobile version