Site icon Jamuna Television

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের সংকটে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ আহবান জানান।

এসময়, প্রধানমন্ত্রীর প্যাকেজ প্রণোদনা নিয়ে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন বিএনপি নেতারা যে কোন পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন। মানবিক বিপর্যয়ের এই সময়ে নেতাকর্মীসহ সবাইকে অসহায় মানুষদের সহযোগিতার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Exit mobile version